ঢাকা: বিগ বাজেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের ফাইনালে জায়গা করে নিল ২০১৩ সালের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ২৫ রানে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে।
টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে টপঅর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ১৮৭ রান তোলে মুম্বাই। ওপেনিংয়ে নামা লেন্ডন সিমন্স দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন। ৫১ বলের ইনিংসে সিমন্স তিনটি চারের পাশাপাশি পাঁচটি ছক্কা হাঁকান।
মুম্বাইয়ের আরেক ওপেনার পার্থিব প্যাটেল ২৫ বলে ৪টি চার আর একটি ছয়ে করেন ৩৫ রান। দুই ওপেনার মিলে ৬৪ বলে তুলে নেন ৯০ রান। তিন নম্বরে নামা রোহিত শর্মা ১৪ বলে একটি করে চার ও ছয়ে ১৯ রান করে বিদায় নিলেও চেন্নাইয়ের বোলারদের উপর দিয়ে স্টিমরোলার চালান চার নম্বরে ব্যাটিংয়ে আসা কাইরন পোলার্ড। ক্যারিবীয় এ ব্যাটিং তারকা ১৭ বলে একটি চার আর ৫টি ছক্কায় করেন ৪১ রান। ৬ উইকেট হারিয়ে চেন্নাইয়ের সামনে ফাইনালের টিকিট কাটতে ১৮৮ রানের টার্গেট দাঁড় করায় মুম্বাই।
চেন্নাইয়ের হয়ে ডোয়াইন ব্রাভো ৪ ওভার বল করে ৪০ রান খরচায় তিনটি উইকেট দখল করেন।
১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম ওভারেই মালিঙ্গার বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন কোনো রান করতে না পারা ডোয়াইন স্মিথ। আরেক ওপেনার মাইকেল হাসি করেন ১৬ রান। তবে, তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস ৩৪ বলে ৫টি চার আর একটি ছয়ে করেন ৪৫ রান।
মাঝে সুরেশ রায়না ২৫ রান করে হরভজন সিংয়ের হাতে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন। পরের বলেই চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনিকে এলবি’র ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান হরভজন। ড্যারেন ব্রাভো করেন ১৫ বলে ২০ রান। আর ১০ বলে ১৯ রান করেন রবীন্দ্র জাদেজা।
শেষ দিকে ১২ বলে ২৩ রান করে কিছুটা ব্যবধান কমান রবিচন্দ্রন অশ্বিন। এক ওভার বাকি থাকতেই ১৬২ রানে গুটিয়ে যায় চেন্নাই সুপার কিংস।
মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন ৪ ওভারে ২৩ রান দেওয়া মালিঙ্গা। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন হরভজন সিং ও বিনয় কুমার।
হারলেও সুযোগ শেষ হয়ে যাচ্ছে না গ্রুপ পর্বের শীর্ষস্থান নিয়ে কোয়ালিফায়ার খেলা ধোনি বাহিনীর। ইলিমিনেটর পর্বে রাজস্থান রয়েলস আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে খেলতে হবে তাদের। ২২ মে রাঁচির সে ম্যাচে জিততে পারলেই ফাইনালের মঞ্চে আবারো দেখা হবে মুম্বাইয়ের সঙ্গে।
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ২০ মে ২০১৫
এমআর