ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের সাহসীকতায় মুগ্ধ আফ্রিদি-আজহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৫
জিম্বাবুয়ের সাহসীকতায় মুগ্ধ আফ্রিদি-আজহার শহীদ আফ্রিদি ও আজহার আলী

ঢাকা: জিম্বাবুয়ের হাত ধরেই ছয় বছর পর পাকিস্তানের মাটিতে আন্তজার্তিক ক্রিকেট ফিরছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও পাকিস্তান সফরে আসায় জিম্বাবুয়ে দলের ভূয়সী প্রশংসা করেছেন শহীদ আফ্রিদি ও আজহার আলী।



১৯ মে পাকিস্তানের লাহোরে এসে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২২ মে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ২৬, ২৯ ও ৩১ মে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমি খুবই উচ্ছ্বসিত। এমন সাহসীকতার জন্য জিম্বাবুয়ে টিম প্রশংসার দাবিদার। আমাদের ভক্ত-সমর্থকরা ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ’

অন্যদিকে ওয়ানডে অধিনায়ক আজহার বলেন, ‘দীর্ঘদিন পর পাকিস্তানের মাঠে আন্তুজার্তিক ম্যাচ ফেরায় আমি গর্বিত। দলের যারা দেশের মাটিতে শীর্ষ পর্যায়ে খেলেনি তাদের জন্য এটি বিশেষ উপলক্ষ। এই সিরিজটি যাতে নিরাপদে ও ভালোভাবে শেষ হয় সেই প্রার্থনাই করি। ’

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।