ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

নিজ দেশেই কোচ হলেন টাইগারদের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, মে ২২, ২০১৫
নিজ দেশেই কোচ হলেন টাইগারদের সাবেক কোচ সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের অস্ট্রেলিয় সাবেক কোচ জেমি সিডন্সকে নিশ্চয়ই এখনও মনে রেখেছেন টাইগার ভক্তরা। লাল-সবুজদের জার্সিধারীদের সাবেক এ কোচ এবার নিজ দেশেই কোচের দায়িত্ব পেয়েছেন।



দ. অস্ট্রেলিয়া ক্রিকেট ক্লাবের কোচ হয়েছেন সিডন্স।

রেডব্যাকসের কোচ হওয়ার দৌড়ে ছিলেন আরেক সাবেক অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পি। তবে, গিলেস্পিকে টপকে অস্ট্রেলিয়ার ক্লাব দলটির হয়ে দায়িত্ব পালন করবেন টাইগারদের সাবেক কোচ।

২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়া সিডন্স ২০১১ সালের বিশ্বকাপের পর পদত্যাগ করেন। সেবার টাইগাররা সিডন্সের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি।

সিডন্স বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ ছাড়ার পর নিউজিল্যান্ডের ঘরোয়া লীগের ক্লাব ওয়েলিংটনের কোচের দায়িত্ব নেন। দ. অস্ট্রেলিয়ার যে ক্লাবটির দায়িত্ব নিয়েছেন সিডন্স সে দলটিতে তিনি নয় বছর (১৯৯১-২০০০) খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ২২ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।