ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

আমাদের সেরা একটি দল রয়েছে: ফারুক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, মে ২৩, ২০১৫
আমাদের সেরা একটি দল রয়েছে: ফারুক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ। একমাত্র টেস্ট ম্যাচটির আগে বিসিএলে চারদিনের ম্যাচ দু’টিকেই সবচেয়ে ভালো প্রস্তুতি মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধাণ নির্বাচক ফারুক আহমেদ।



সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ এমনটি জানান। আসন্ন বিসিএলে অসাধারণ পারফর্ম করলে ভারতের বিপক্ষে সিরিজে সুযোগ পাওয়া যাবে কী না, এমন প্রশ্ন করা হলে ফারুক আহমেদ বলেন, বিসিএল একটি ভালো প্রস্তুতির মঞ্চ। তবে, একটা ম্যাচে-দুইটা ম্যাচে ভালো করলেই তাকে জাতীয় দলে নেওয়া ঠিক হবে না। তাদের তো আর সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। ভালো করা ক্রিকেটারদের ৫-৬ মাস পর্যবেক্ষন করেই জাতীয় দলে নেওয়া ঠিক হবে।

পাকিস্তান সিরিজে রনি তালুকদার, লিটন দাসদের মতো উঠতি তারকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখা হলেও সেভাবে সুযোগ দেওয়া হলো না কেনো, এমন প্রশ্নে প্রধান নির্বাচকের উত্তর, একটা দলে যখন বিকল্প ক্রিকেটাররা ভালো পারফর্ম করে তখন তার জায়গায় নতুন কোনো ক্রিকেটারকে খেলানো ঠিক হয় না। ভালো ফর্মে থাকা কোনো ক্রিকেটারের জায়গায় অন্য কাউকে আনা সম্ভব নয়। নতুনদের সুযোগ থাকছেই। তারাতো আর দলের বাইরে চলে যাচ্ছে না।

ছন্দ হারিয়ে বা চোটের কারণে জাতীয় দলের অনেক ক্রিকেটারই নানা সময়ে ছিটকে গেছেন। তাছাড়া প্রতিভা থাকার পরও যত্নের অভাবে কিংবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে জাতীয় দলে ফেরার অপেক্ষায় অনেকে। প্রতিভাবান ক্রিকেটাররা যাতে হারিয়ে না যায়- সে দিকে নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার এবং সম্ভাবনাময় তরুণদের নিয়ে গঠন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

হাই পারফরম্যান্স ইউনিট প্রসঙ্গে ফারুক বলেন, এ স্কোয়াডটি গঠিত হলে সুযোগ থাকছে ক্রিকেটারদের আরও ভালো করার। সারাবছর সেখানে ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবে, ফলে কেউ আর ঝড়ে পড়বে না। এটি গঠিত হলে ছয় মাস পর থেকেই ক্রিকেটের ভালো উন্নয়ন চোখে পড়বে।

আসন্ন সিরিজে ভারত দল বাংলাদেশে আসবে ৭ জুন। সফরকারীদের জন্য সিরিজটি মোটেই সহজ হবে না জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ভারত শক্তিশালী দল। তবে, কন্ডিশন আমাদের। আমাদেরও রয়েছে সেরা একটি দল। আশা করছি প্রতিবেশি দুই দেশের একটি চমৎকার সিরিজ হবে।

বিসিএলের ম্যাচ দুটির পর ফের শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিকদের অধীনে চলবে অনুশীলন কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।