ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

অষ্টম আসরের আইপিএল টুকিটাকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, মে ২৫, ২০১৫
অষ্টম আসরের আইপিএল টুকিটাকি

ঢাকা: ষষ্ঠবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠা চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কোটি কোটি ভারতীয় রুপি খরচ করা আইপিএলের অষ্টম আসরের সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন ডেভিড ওয়ার্নার আর সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষস্থানটি পেয়েছেন ডোয়াইন ব্রাভো।



৫৬২ রান করে ব্যাটসম্যানদের তালিকায় সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়ার্নার শীর্ষে জায়গা পেয়েছেন। তার পরের স্থানটি পেয়েছেন রাজস্থান রয়েলসের ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। আর তৃতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স মুম্বাইয়ের লেন্ডল সিমন্স। অষ্টম আসরে রাহানের মোট রান ৫৪০ আর সিমন্সের মোট রান রাহানের সমান।

উইকেট শিকারের দিক দিয়ে সর্বোচ্চ ২৬ উইকেট পেয়েছেন চেন্নাইয়ের ক্যারিবীয়ান বোলার ডোয়াইন ব্রাভো। ২৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন মুম্বাইয়ের লঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গা। তৃতীয় স্থানে জায়গা পাওয়া রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যুভেন্দ্রা চাহাল পেয়েছেন ২৩ উইকেট।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে সর্বোচ্চ ৩১২ পয়েন্ট অর্জন করেছেন সাকিব আল হাসানের ক্লাব সতীর্থ কোলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ক্যারিবীয়ন আন্দ্রে রাসেল। ২৮৪ ও ২৫৬ পয়েন্ট নিয়ে এ তালিকায় পরের দুটি জায়গা পেয়েছেন যথাক্রমে ডোয়াইন ব্রাভো এবং ডেভিড ওয়ার্নার।

ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড তালিকায় মনোনীত হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবদের কোলকাতা আর তৃতীয় দল হিসেবে এ তালিকায় রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলের অষ্ট আসরে মোট রান হয়েছে ১৮ হাজার ৩৩২। যেখানে শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে ১০ হাজার ৫৮০ রান। অর্ধশতক হয়েছে ৮৯টি। সেরা বোলিং ফিগার চেন্নাইয়ের আশিস নেহারার। ব্যাঙ্গালুরুর বিপক্ষে তিনি ৪ ওভার বল করে মাত্র ১০ রান খরচ করেন।

দলীয় সর্বোচ্চ রান করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মুম্বাইয়ের বিপক্ষে মাত্র এক উইকেট হারিয়ে বিরাট কোহলির দলটি করে ২৩৫ রান। ব্যক্তিগত শতক এসেছে ৪টি। শতক হাঁকানো ক্রিকেটাররা হলেন এবিডি ভিলিয়ার্স (১৩৩), ক্রিস গেইল (১১৭), শেন ওয়াটসন (১০৪) ও ব্রেন্ডন ম্যাককালাম (১০০)।

অষ্টম আসরে মোট উইকেট পড়েছে ৬৮৬টি। বোলারদের ৬৯২টি ছক্কা হজম করতে হয়েছে এবারের আসরে। ক্রিস গেইল একাই হাঁকিয়েছেন ৩৮টি ছক্কা। ক্যারিবীয় এ ব্যাটিং দানবের পরের জায়গাটি ২৮টি ছক্কা হাঁকানো সিমন্সের। ২৩টি করে ছক্কা হাঁকিয়েছে ম্যাককালাম এবং কোহলি।

প্রথমে ব্যাটিং করে বিশাল জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। কিংস ইলেভেন পাঞ্জাবকে ক্রিস গেইল, কোহলি, ভিলিয়ার্সরা হারিয়েছেন ১৩৮ রানে। আর পরে ব্যাটিং করে বড় জয় পেয়েছে ব্যাঙ্গালুরুর দলটিই। মাত্র ৯৫ রানে দিল্লিকে গুটিয়ে দিয়ে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।