ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২৩ রানের লিড সেন্ট্রাল জোনের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৫
২৩ রানের লিড সেন্ট্রাল জোনের ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে  বিসিবি নর্থ জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৩ রানের লিড নিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। দ্বিতীয় দিনের খেলা শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ দুই উইকেটে ২১ রান।

আব্দুল মজিদ ১০ ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

এর আগে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের করা ২৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮৭ রানে অলআউট হয় নর্থ জোন। ফলে প্রথম ইনিংসে ২ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করে সেন্ট্রাল জোন। ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের সূচণা ভালো করতে পারেনি মোশাররফ হোসেনের দল।

প্রথম ইনিংসের মতো কোনো রান না করেই সাজঘরে ফেরেন রনি তালুকদার। দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন রকিবুল হাসান (৭)। দেলোয়ার হোসেন ও মাহমুদুল হাসান একটি করে  উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের ২৮৯ রানের জবাবে ২৮৭ রানে অলআউট হয় নর্থ জোন। ব্যাট করতে নেমে বিসিবি নর্থ জোনের শুরুটা ভালো হয়নি। ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলার শহিদুল ইসলাম ও শুভাগত হোমের তোপের মুখে পড়ে বিসিবি। ৯৯ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসে নাসির হোসেনের দল।

একে একে সাজঘরে ফিরে যান হামিদুল ইসলাম (০), মাহমুদুল হাসান (৫), জুনায়েদ সিদ্দিকি (২৮), নাঈম ইসলাম (১৩) ও নাসির হোসেন (৩৪)। ষষ্ঠ উইকেট জুটিতে ফরহাদ হোসেন ও সাব্বির রহমান মিলে ৯২ রানের জুটি গড়েন।

দলীয় ১৯১ রানে ব্যক্তিগত ৭৫ রানে আউট হন সাব্বির। ১৯৫ রানে আরিফুল হকও (৪) বিদায় নেন। অষ্টম উইকেট জুটিতে মুক্তার আলী (৪২) ও ফরহাদ হোসেন (৬০) মিলে ৭৪ রান সংগ্রহ করেন। দলীয় ২৬৯ রানে মুক্তার আলীকে ফেরান শুভাগত হোম। ২৭৭ রানে ফরহাদ হোসেন (৬৭) বিদায় নেন। আর ১০ রান তুলতেই শেষ উইকেটটি হারায় নর্থ জোন।

দারুণ পারফর্ম করে পাঁচ উইকেট দখল করেন শুভাগত হোম।   চারটি  উইকেট দখল করেন শহিদুল ইসলাম। অপর উইকেটটি নিয়েছেন মো. শহিদ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।