ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্লেমন বাংলাদেশ ক্রিকেট ফেস্টিভাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
ক্লেমন বাংলাদেশ ক্রিকেট ফেস্টিভাল ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছরের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ ) ক্রিকেট প্রদর্শনীর আয়োজন করেছে।   ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘ক্লেমন বাংলাদেশ ক্রিকেট ফেস্টিফাল ২০১৫’ এর  আয়োজন চলবে আগামী ২৬, ২৭ ও ২৮ মে।



সোমবার  (২৫ মে) এই প্রদর্শনীর উদ্বোধন করেন নির্মান স্কুল ক্রিকেটের প্রবর্তক কে জেড ইসলাম। এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ক্লেমন স্পোর্টস’ এর প্রতিষ্ঠাতা শেখ জামিল উদ্দীন, বিসিবির সহ-পরিচালক সাজ্জাদুল আলম ববি,  জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম  ও সংগঠনটির সভাপতি জুনায়েদ পাইকার

ফেস্টিভালটিতে মূল আকর্ষণ হিসেবে রয়েছে ক্রিকেট স্মারকের প্রদর্শনী। বাংলাদেশের স্মরনীয় সব জয়সহ অসংখ্য ম্যাচের টিকিট প্রদর্শিত হয়েছে এখানে।

শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাসহ বিখ্যাত সব ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত ব্যাট, জার্সিসহ বাংলাদেশের ক্রিকেটের স্মরনীয় মুহুর্ত গুলোর দুর্লভ ছবি ও স্মারক প্রদর্শিত হচ্ছে ফেস্টিভালে। ফেস্টিভালটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।