ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

টিম ইন্ডিয়া থেকে ফিজিওর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মে ২৭, ২০১৫
টিম ইন্ডিয়া থেকে ফিজিওর পদত্যাগ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডে একটির পর একটি নাটক ঘটছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে গত ২০ মে স্কোয়াড ঘোষণা করলেও আগামী ৬ জুন টিম ইন্ডিয়ার নতুন কোচিং স্টাফ ঘোষণা করবে বিসিসিআই।

এবারে নতুন করে তাদের দলের জন্য ফিজিওথেরাপিস্ট খুঁজতে হবে।

বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে কোচ ডানকান ফ্লেচারকে নতুন করে দলের দায়িত্ব দেয়া হয়নি। তার স্থলাভিষিক্ত হতে পারেন কে, এমন আলোচনার কমতি নেই। শুধু কোচিং স্টাফই নয়, দলের ডিরেক্টরও খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন অবস্থার মাঝেই পদত্যাগ করে বসলেন দলের প্রধান ফিজিও নিতিন প্যাটেল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর চলাকালীন প্যাটেল তার পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। সে সময় বিসিসিআই তার পদত্যাগ পত্র গ্রহন করলেও কোনো সিদ্ধান্ত জানায়নি। পদত্যাগ পত্রে প্যাটেল তার ব্যক্তিগত কারণ দেখান।

২০০৭ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় থেকে প্যাটেল দলটির সঙ্গে কাজ করে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ২৭ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।