ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

বিসিসিআই ধোঁয়াশা কাটাবে ৬ জুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, মে ২৬, ২০১৫
বিসিসিআই ধোঁয়াশা কাটাবে ৬ জুন অনুরাগ ঠাকুর

ঢাকা: অনেক জল্পনা-কল্পনা আর জল ঘোলা করে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন বাংলাদেশ সফরের জন্য গত ২০ মে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে। নতুন কোচ হিসেবে বাংলাদেশে ভারতের দায়িত্ব নিয়ে কে আসছেন তা নিয়ে এরপর আবারো জল ঘোলা শুরু করে বিসিসিআই।



তবে, মঙ্গলবার (২৬ মে) রুদ্ধদ্বার এক বৈঠকে অংশ নেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া। বিসিসিআইয়ের সেক্রেটারি অনুরাগ ঠাকুর বৈঠক শেষে সংবাদ কর্মীদের আবারো ধোঁয়াশার মধ্যেই রাখলেন। জানালেন, আগামী ৬ জুন জাতীয় দলের কোচিং স্টাফ আর টিম ডিরেক্টরদের নাম ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সফরের দুই দিন আগে (৫ জুন) সকল ক্রিকেটারকে কোলকাতায় আসতে হবে। সেখানে পরের দিন (৬ জুন) তাদের ফিটনেস টেস্ট করতে হবে। আর ৭ জুন তারা বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবে। আগের দিনই ভারতের কোচিং স্টাফ ও টিম ডিরেক্টরদের তা জানিয়ে দেওয়া হবে।

রুদ্ধদ্বার এ বৈঠকটিতে আর কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন প্রশ্নে অনুরাগ ঠাকুর বলেন, আমি আসলে এখানে ব্যক্তিগত সাক্ষা‍ৎ করতে এসেছি। পরে আইপিএলের অষ্টম আসরের সাফল্য নিয়ে ডালমিয়ার (বিসিসিআই প্রেসিডেন্ট) সঙ্গে আলাপ হয়।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, আইপিএলের বর্তমান চেয়ারম্যান রাজীব শুকলা অনুরাগ ঠাকুর এবং ডালমিয়ার সঙ্গে সে মিটিংয়ে ছিলেন। তবে, দ্রুতই তিনি বেরিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।