ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান আর টেনিস যেখানে এক সূতোয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ভারত-পাকিস্তান আর টেনিস যেখানে এক সূতোয় ছবি : সংগৃহীত

ঢাকা: একজন পাকিস্তানি এবং তারকা ক্রিকেটার, অন্যজন ভারতীয়, তবে টেনিস তারকা। বিশ্ব টেনিসে ভারতের বড় বিজ্ঞাপন সানিয়া মির্জা পাকিস্তানের তারকা ক্রিকেটার সোয়েব মালিকের অসাধারণ শতকে শুভেচ্ছা জানিয়েছেন।

স্বামীর এমন পারফর্মে দারুণ খুশি ভারতীয় এ সেনসেশন।

দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানে ক্রিকেট ফিরেছে। দেশটিতে সফর করে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও হেরেছে সফরকারীরা। সোয়েব মালিকের শতকে ভর করে পাকিস্তান ৩৭৫ রান সংগ্রহ করে। ৪১ রানে দলও জিতে।

মাত্র ৭৬ বল মোকাবেলা করে সানিয়ার পাকিস্তানি স্বামী ১২টি চার আর দুটি ছক্কায় করেন ১১২ রান।

সোয়েব ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে দেশের জার্সি গায়ে সর্বশেষ খেলেছিলেন। ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার দলে ফিরে শতক হাঁকানো পর সানিয়া তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। তোমার জন্য আমি দারুণ খুশি। বিশ্বাস থাকলে সব হয়...’।

সানিয়া তার অ্যাকাউন্টে শতকের পর সিজদারত সোয়েবের একটি ছবিও পোস্ট করেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৭ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।