ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

শেষ রাউন্ডে জয় পেল ওয়ালটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, মে ২৭, ২০১৫
শেষ রাউন্ডে জয় পেল ওয়ালটন সংগৃহীত

ঢাকা: বোলারদের দাপটে শেষ ম্যাচে জয় পেয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বিসিবি নর্থ জোনকে তারা ৮০ রানে হারিয়েছে।

২০৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুভাগত হোমের স্পিন ঘূর্নিতে ১২২ রানেই অলআউট হয় নর্থ জোন।   মাহমুদুল হাসান ৩৪ ও সাব্বির রহমান ৩২ রান করেন।

শুভাগত চারটি, মোহাম্মদ শহীদ ও মোশাররফ হোসেন তিনটি করে উইকেট লাভ করেন।

বুধবার (২৭ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ১১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। সকালে  বৃষ্টির কারণে দু’দফা ম্যাচ বন্ধ থাকে। এর পর দুপুর সাড়ে ১২টায় পুণরায় খেলা শুরু হয়। ওভারকাস্ট কন্ডিশন পুরোপুরি কাজে লাগায় ওয়ালটনের বোলাররা। চা-বিরতির আগেই নর্থ জোনকে অলআউট করে দেয় মোশাররফ হোসেনের দল।
 
দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শুভাগত হোম।

এর আগে প্রথম ইনিংসে ওয়ালটন সেন্ট্রাল জোনের করা ২৮৯ রানের জবাবে ২৮৭ রানে অলআউট হয়েছিল বিসিবি নর্থ জোন। ২ রানে এগিয়ে থাকা ওয়ালটন দ্বিতীয় ইনিংসে ২০০ রান করে অলআউট হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, মে ২৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।