ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সুযোগটা কাজে লাগাতে চাই’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ২৮, ২০১৫
‘সুযোগটা কাজে লাগাতে চাই’ ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের হয়ে ওয়ানডেতে তার চারটি সেঞ্চুরি, ১৩টি ফিফটি। গড়টাও মন্দ নয়; ৩১.৪৪।

২০১১ সালে জাতীয় দলের জার্র্সি গায়ে খেলেছিলেন সর্বশেষ ওয়ানডে ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে খেলা সেই ম্যাচে করেছিলেন ২৫ রান। এর পর আর জাতীয় দলের বিবেচনায় আসেন নি এই ওয়ানডে স্পেশালিস্ট। বলছি, জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিসের কথা।

নতুন করে দলে ঢোকার স্বপ্ন দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। স্বপ্ন দেখার পথ রচনা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল ও দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ‘এলিট প্রোগ্রাম’ নামে ক্রিকেট কর্মসূচি নিয়ে জুনের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করতে যাচ্ছে বিসিবি। এই প্রোগ্রামের জন্য ঘোষিত দলে আছেন শাহরিয়ার নাফিস।

কর্মসূচির কাজ হবে পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ও উইকেটকিপিং নিয়ে। এছাড়াও বছরজুড়ে ক্রিকেটাররা দেশী ও বিদেশী বিশেষজ্ঞ কোচদের তত্ত্বাবধানে থেকে প্রয়োজনীয় অনুশীলন, পরামর্শ নিতে পারবেন।    

বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাংলানিউজকে শাহরিয়ার নাফিস বলেছেন, ‘এটা ভালো একটা উদ্যোগ। ঘরোয়া মৌসুম শেষ হলে আমরা যারা জাতীয় দলের বাইরে আছি তাদেরকে নিজ উদ্যোগে অনুশীলন করতে হয়। প্রয়োজনীয় অনুশীলন বেশিরভাগ সময়ই হয় না। এই প্রোগ্রামটি আমাদের উদ্যোমী করবে। আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। ’

গতকাল বুধবার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় আসর। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে শাহরিয়ার নাফিসের দল প্রাইম ব্যাংক সাউথ জোন। দুই ম্যাচ খেলে তিন ইনিংসে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে নাফিস করেছেন ২৮৬ রান। ব্যাটিং গড় ৯৫.৩৩।

বিসিএলে নিজের ব্যাটিং প্রসঙ্গে নাফিস বলেন, ‘বিসিএলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। প্রথম ম্যাচট‍া খেলিনি। দুই ম্যাচে ২৮৬ রান করেছি-যা দলের জন্য কাজে লেগেছে। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।