ঢাকা: প্রথম ইংলিশ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন জেমস অ্যান্ডারসন। হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুটি উইকেট পেয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪০১টি উইকেট দখল করেছেন এ ডানহাতি।
গতকাল (শুক্রবার) কিউইদের দলীয় দুই রানেই অ্যান্ডারসনের বলে দ্বিতীয় স্লিপে থাকা ইয়ান বেল, মার্টিন গাপটিলের ক্যাচ লুফে নিলে ৪০০তম উইকেট উদযাপন করেন ১০৪টি টেস্ট খেলা অ্যান্ডারসন।
এদিকে টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বাদশ বোলার হিসেবে ক্যারিয়ারে ৪০০তম উইকেট পেলেন অ্যান্ডারসন। তবে আর মাত্র চারটি উইকেট পেলেই তিনি ছুঁয়ে ফেলবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক গ্রেট পেসার কার্টলি অ্যামব্রোসকে (৪০৫)। সাদা পোশাকে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন শ্রীলঙ্কান সাবেক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
গতমাসে অ্যান্ডারসন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়েছিলেন। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে তিনি পার করেছিলেন দেশটির সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামের (৩৮৩ উইকেট) রেকর্ডকে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমএমএস