ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এভাবে আর বেশি দিন চলা সম্ভব না’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
‘এভাবে আর বেশি দিন চলা সম্ভব না’ নাইমুর রহমান দুর্জয়

ঢাকা: ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে কড়া নাড়তে হয় ক্রিকেটারদের। জাতীয় দলে খেলার স্বপ্ন যারা দেখেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন গুরুত্বপূর্ন ও জনপ্রিয় এই লিগের জন্য।

অথচ ঘরোয়া লিগ মৌসুমের কোন সময়ে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করতে হলে প্রথমেই তাকাতে হয় জাতীয় দলের সিডিউল বা সিরিজের দিকে।

কারণ, জাতীয় দলের তারকা ক্রিকেটাররা অংশ না নিতে পারলে ক্লাবগুলোরও আগ্রহ থাকে না লিগে অংশ নেওয়ার। গত কয়েক মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের তারিখ পেছানোর অনেক নজির রয়েছে। তবে এবার এ সমস্যার সমাধানে পথ খুঁজছে বিসিবির অপারেশন্স কমিটি।

শনিবার (৩০ মে) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় সাংবাদিকদের জানান, ‘জাতীয় দলের যদি কোনো খেলা থাকে তারা তাদের মতো খেলবে। ন্যাশনাল টিমের খেলা না থাকলে অবশ্যই ওরা লিগে খেলবে। ’

বোর্ড মিটিংয়ে যারা সিদ্ধান্ত নেন দেখা যায় তারাই আবার কোনো না কোনা ক্লাবের প্রতিনিধি। জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া খেলতে ক্লাবগুলো আপত্তি জানালে অনেক সময় সেটিই মানতে বাধ্য হয় বিসিবি। কারণ ক্লাবের প্রতিনিধিরাই আবার বিসিবি’র পরিচালক।

বিদ্যমান এই সমস্য নিয়ে দুর্জয় বলেন, ‘বোর্ডের আমরা কেউ কেউ ক্লাবকে প্রতিনিধিত্ব করি। কেউ বিভাগীয় ক্রিকেটকে প্রতিনিধিত্ব করি। তবে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি, এভাবে আর বেশিদিন চলা সম্ভব না। এ বছর আমাদের অনেক গুলো হোম সিরিজ। ন্যাশনাল প্লেয়ার ছাড়া যদি আমরা না খেলতে চাই, টানাপোড়েনের মধ্যে থাকি তাহলে হবে না। অনেক সময় ফ্যাঞ্চাইজি, ক্লাব, ডিভিশন না খেলতে চাইলেও সেটা আর বাস্তবিক অর্থে সম্ভব না। ’

তিনি আরও বলেন, ‘ন্যাশনাল টিমকে তাদের কর্মকাণ্ডে ছেড়ে দিতে হবে। এতে কিন্তু ক্লাব বা ফ্রাঞ্চাইজির সুবিধাও আছে। কারণ, নতুন প্লেয়ার বের করা বা তাদের সাপোর্ট দেওয়ার সুযোগও পাবে তারা। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।