ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে টাইগারদের কঠোর অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মিরপুরে টাইগারদের কঠোর অনুশীলন ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারত সিরিজকে সামনে রেখে ‍শনিবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাট-বলের কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে যোগ দেওয়ায় বাড়তি মাত্রা যোগ হয়েছে অনুশীলনে।

হেড কোচ ছাড়াও অনুশীলন তদারকি করেন স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল।

শনিবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রানিং করার মধ্য দিয়ে শুরু হয় মাশরাফি-মুশফিক-সাকিব-তামিমদের অনুশীলন। সকালের গুড়িগুড়ি বৃষ্টি অনুশীলনে কিছুটা বিঘ্ন ঘটালেও বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলনে নামেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

পাশাপাশি পুঁতে রাখা আলাদা দুটি নেটে ব্যাট হাতে নামেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। প্রথমে নেটে বোলিং করেন স্পিনাররা। শুরুতে মুশফিক-তামিমের নেটে বোলিং করেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। এরপর পর্যায়ক্রমে সৌম্য সরকার-মুমিনুল হকসহ দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যাটিং করেন। এক এক করে বোলিংয়ে আসেন রুবেল-মাশরাফি-তাসকিন-আবুল হাসান-রবিউলরা। শেষের দিকে হাত ঘোরান মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

কোচিং স্টাফদের অধীণে আনুষ্ঠানিক অনুশীলনের শেষে দুপুরের পর নেট-বোলারদের নিয়ে ব্যাটিং অনুশীলন করেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয়বার ব্যাটিং অনুশীলনে নামার আগে নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফদের সঙ্গে মিটিংও সেরে নেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।  

উল্লেখ্য, জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্প গত ২০ মে শুরু হয়। টানা তিন দিন চলে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়েই মূলত কাজ চলে এ তিন দিন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচের জন্য ক্যাম্প পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার আবার তা শুরু হয়। গতকালও (শুক্রবার) জিমে ক্রিকেটাররা ফিটনেস অনুশীলন করেন। বাংলাদেশ দলের কোচিং স্টাফরা ছুটি কাটিয়ে নিজ দেশ থেকে বাংলাদেশে ফেরার পর দিনই (শনিবার) শুরু হলো ব্যাট-বলের স্কিল অনুশীলন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।