ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গুচের রেকর্ড ভেঙে সবার ওপরে কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৩১, ২০১৫
গুচের রেকর্ড ভেঙে সবার ওপরে কুক

ঢাকা: ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন অ্যালিস্টার কুক। ইংলিশদের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে কুক ভাঙেন সাবেক ব্যাটসম্যান গ্রাহাম গুচের রেকর্ডটি।



নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গুচের গড়া রেকর্ড ৮,৯০০ রানের মাইলফলক পার করতে ইংলিশ অধিনায়কের প্রয়োজন ছিল ৩২ ‍রান। টিম সাউদির করা বলে বাউন্ডারি হাঁকিয়ে ৮,৯০২ রানে পৌঁছে যান এ বাঁহাতি ব্যাটসম্যান।

কিউইদের প্রথম ইনিংসে ৩৫০ রানের জবাবে ওপেনিংয়ে অ্যাডাম লিথের সঙ্গে দারুণ শুরু করেন কুক। উদ্বোধনী জুটিতে ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে পরে মার্ক ক্রেইগের বলে আউট হবার আগে কুক ১২টি চারে ৭৫ রান করেন।

গুচের গড়া ২০ বছর আগের রেকর্ড ভাঙা কুকের বর্তমান রান ৮,৯৪৪। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২৭টি সেঞ্চুরি গড়া কুক এখন পর্যন্ত ১১৪ ম্যাচে ৪৬.৮২ গড়ে এই রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।