ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আলোর স্বল্পতায় হতাশ প্রোটিয়ারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আলোর স্বল্পতায় হতাশ প্রোটিয়ারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন আলোর স্বল্পতায় হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকা। এ বিষয়ে টিম আফ্রিকার সিনিয়র খেলোয়াড় ও ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তারা।



দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এ হতাশা প্রকাশ করেন প্রোটিয়া স্পিনার সায়মন হারমার।

তিনি বলেন, ‘আলো স্বল্পতার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে আমাদের টিমের সিনিয়র খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মনে হয় ড্রেসিং রুমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ’

বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আলোর স্বল্পতার কারণে বেলা ১২টার দিকে স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বালানো হয়। কিন্তু ১২টা ১২ মিনেটে বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ থাকে। পরবর্তীতে ১২টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হয়।   সর্বশেষ বিকেল ৪টা ২১ মিনিটে ফের আলোর স্বল্পতার জন্য খেলা বন্ধ করে দেওয়া হয়। এরপর বৃষ্টি শুরু হওয়ায় তৃতীয় দিন খেলা শুরু করা সম্ভব হয়নি।

সাকিবকে অর্ধশতকের আগেই আউট করা প্রসঙ্গে সায়মন বলেন, ‘সাকিব ৫০ এর জন্য চেষ্টা করছিল। তখন সে বড় শর্ট খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আমি তার এ বিষয়টি বুঝে বল করেছি। দ্বিতীয়বার তারমত ব্যাটসম্যানের উইকেট পাওয়া ভাগ্যের বিষয়।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।   আর প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩২৬।   তৃতীয়দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৬১ রান।   হাতে রয়েছে ১০ উইকেট।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৩,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।