বাংলাদেশ সফরে ব্যর্থতার পরও সাইম আইয়ুবের ওপর আস্থা রেখেছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দিলেন এই তরুণ।
ফ্লোরিডায় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ১৭৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৬৪ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতেন সাইম।
টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। সাহিবজাদা ফারহান দ্রুত ফিরলেও সাইম ও ফখর জামানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। ৩৪ বলে ফিফটি করা সাইম ৩৮ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। ফখর করেন ২৪ বলে ২৮ রান। শেষ দিকে হাসান নওয়াজের ১৮ বলে ২৪ ও হারিস রউফের শেষ বলের ছক্কায় দল পৌঁছায় লড়াকু সংগ্রহে।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস ও অভিষেক ম্যাচে নামা জুয়েল অ্যান্ড্রু ৭২ রানের জুটি গড়লেও ধীরগতির ব্যাটিংয়ে চাপে পড়ে দল। তিন উইকেট নেন মোহাম্মদ নওয়াজ, শেই হোপ ও শেরফেন রাদারফোর্ডকে ফেরান সাইম। শেষ দিকে জেসন হোল্ডার ও শামার জোসেফ ছয় ছক্কায় ঝড় তুললেও ব্যবধান ঘোচানো সম্ভব হয়নি।
১৪ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান। আগামী রোববার একই মাঠে বাংলাদেশ সময় সকাল ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরইউ