ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে প্রোটিয়ারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
টাইগারদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে প্রোটিয়ারা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ওয়ানডের মতো টেস্টেও টাইগারদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ রাসেল ডমিঙ্গো। শুক্রবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দলের অনুশীলনের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি ।



ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশ ভাল খেলে ওয়ানডে সিরিজ জিতেছে। সিরিজ জয় করায় স্বাগতিকদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমরা আশাকরি টেস্টেও তারা ভাল খেলবে। বাংলাদেশকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছি। এছাড়া তারা হোম কন্ডিশনটাকে ভাল ভাবেই কাজে লাগিয়েছে। আমরা আশাকরি ভাল প্রতিদ্বন্দ্বীতা হবে টেস্টে। তাই আমরাও সেইভাবে প্রস্তুত হচ্ছি। ’

স্টেইনসহ অন্য খেলোয়াড়রা টেস্ট দলে যোগদান করায় দক্ষিণ আফ্রিকা বাড়তি কোন সুযোগ পাবে কিনা এমন প্রশ্নে প্রোটিয়া কোচ বলেন, ‘টেস্ট দলে আটজন খেলোয়াড় যোগদান করেছে। দক্ষিণ আফ্রিকা দলটি তারুণ্য নির্ভর। তারুণ্য নির্ভর দল হলেও দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী। স্টেইন ও মরকেলসহ অন্য বোলারদের মাধ্যমে শক্তিশালী একটি বলয় তৈরী করা যাবে। ’

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এ বিষয়ে ডমিঙ্গো বলেন, ‘মুস্তাফিজ ভাল বোলার।   ওয়ানডে ম্যাচগুলোতে ভাল ফারফরম্যান্স করেছে।   তবে টেস্ট ও ওয়ানডে ম্যাচের মধ্যে পার্থক্য আছে।   এছাড়া মুস্তাফিজের টেস্ট খেলার কোন অভিজ্ঞতা নেই।   অভিজ্ঞতা টেস্ট ম্যাচে অনেক জরুরী।   তবে মুস্তাফিজ খুবই চতুর ও প্রতিভাবান।   আশাকরি টেস্টেও সে ভাল করবে। ’

দুপুর দেড়টায় মাঠে নেমে প্রথমে ওয়ার্মআপ সেরে নেয় প্রোটিয়ারা। এরপর ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন করেন তারা। পাশাপাশি ব্যাটিং-বোলিং অনুশীলনে মাতেন ক্রিকেটাররা। প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে চলে দক্ষিণ আফ্রিকার অনুশীলন পর্ব।

আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফ্যাঙ্গিসো, কেগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), ডিল এলগার, রিজা হেনড্রিকস,  স্টিয়ান ভ্যান জাইল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হারমার, থিম্বা বাভুমা ও ডেন ভিলাস।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১৭,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।