চট্টগ্রাম থেকে: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আর কিছু পরেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী দক্ষিণ আফ্রিকা। টস জিতে এ ম্যাচে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দ. আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি।
২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে ৪টি সিরিজে মোট ৮টি টেস্ট খেলেছে। প্রোটিয়াদের বিপক্ষে সবগুলো টেস্টেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে, এবার সাদা পোষাকে নিজেদের সেরাটা দিয়ে সফরকারীদের বিপক্ষে ভাল সূচনা চায় টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, সিমন হারমার, মরনে মরকেল, ডেল স্টেইন ও টেমবা বাভুমা।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ২১ জুলাই ২০১৫
এমআর
** চট্টগ্রাম টেস্টে খলনায়ক হতে পারে বৃষ্টি!