ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিড বড় করার লক্ষ্যে সতর্ক ব্যাটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
লিড বড় করার লক্ষ্যে সতর্ক ব্যাটিং ছবি: সোহেল সরওয়ার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ভারতের বিপক্ষে গত ১০ জুন ফতুল্লা টেস্টে অভিষেক হয়েছিল টাইগার উইকেটরক্ষক লিটন দাসের। অভিষেক ম্যাচে এক ইনিংস খেলে করেছিলেন ৪৪ রান।

আর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে করলেন প্রথম অর্ধশতক। ঘরোয়া ক্রিকেট আক্রমনাত্মক খেললেও চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন অনেকটা দেখেশুনে খেলেছেন এ ব্যাটসম্যান।   প্রথম বাউন্ডারির দেখা পেয়েছিলেন প্রায় ৪০ বল পর।

এর কারণ হিসেবে দলকে বড় লিড নিয়ে দেওয়ায় লক্ষ্য ছিল বলে দাবি করেছেন টাইগার উইকেটরক্ষক লিটন দাস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয়দিন শেষে সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন লিটন।

লিটন বলেন, ‘ঘরোয়া ক্রিকেট অনেক দুর্বল বল পাওয়া যায়। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে তা পাওয়া অনেক কঠিন।   আর এখানকার উইকেটটা স্লো ছিল। আক্রমনাত্মক শর্ট খেলার জন্য উইকেট ফেভার করছিল না। আন্তর্জাতিক ম্যাচে অনেক চাপ থাকে। তবে আমি চেষ্টা করি ঘরোয়া ক্রিকেটের মতো টেস্ট বা ওয়ানডেতে খেলতে। তবে দলকে বড় লিড নিয়ে দিতে সতর্কতার সঙ্গে খেলেছি। ’
 
তিনি আরো বলেন, ‘আজকে যতটুকু খেলছি টিমের জন্য খেলতে চেষ্টা করেছি। আমার ৫০ রান টিমের জন্য অনেক হেলফফুল। একজন ব্যাটসম্যানের কাজ হচ্ছে রান করা। আমি যখন ব্যাটিং আসি তখন টিমের অবস্থা ভাল ছিল না।   সাকিব ও আমার পরিকল্পনা ছিল দীর্ঘক্ষণ মাঠে থেকে লিডটা বৃদ্ধি করা। ওই প্ল্যানেই খেলছিলাম।

উইকেটটা খুব স্লো ছিল। তাই খুব সতর্কতার সঙ্গে খেলতে হয়েছে। যোগ করেন লিটন।

সাকিবের সঙ্গে জুটিটা কেমন ছিল এমন প্রশ্নে লিটন বলেন, ‘একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে নামে তার সবচেয়ে ভাল বন্ধু হচ্ছে তার পার্টনার। পার্টনার বুদ্ধি পরামর্শ দিয়ে অন্য ব্যাটসম্যানকে সহযোগিতা করে। মাঠে সাবিক আমাকে অনেক সহযোগিতা করেছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩২৬। আর তৃতীয় দিন শেষে  দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান।   টাইগারদের এখনও ১৭ রানের লিড রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৩,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।