চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন বড় জুটি গড়ে ম্যাচে ফিরার প্রত্যয় ব্যক্ত করলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সায়মন হারমার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়াদের প্রতিনিধি হয়ে আসা সায়মন এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘তৃতীয় দিন উইকেটে স্পিন ভালো কাজ করেছে। আমি মনেকরি আমাদেরকে টার্গেটের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য চতুর্থ দিনের প্রথম সেশন খুব গুরুত্বপূর্ন। এ সেশনে ভালো করতে হবে। কারণ বাংলাদেশের স্পিনও ভালো হবে। তাই আমাদের ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং করতে হবে। ভালো জুটি করতে হবে। ’
বাংলাদেশের প্রশংসা করে সায়মন বলেন, ‘বাংলাদেশ ভালো ব্যাটিং-বোলিং করেছে। তাদের রান রেটও অনেক বেশি ছিল। ’
নিজেদের ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিল্ডিং। আমরা এ জায়গায় খারাপ করেছি। এছাড়া কিপিংটাও ভালো করতে হবে। ’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩২৬। তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৬১ রান। হাতে রয়েছে ১০ উইকেট।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৩,২০১৫
বিপি/টিসি/এমএমএস