চট্টগ্রাম: ভোর থেকে চট্টগ্রামে প্রবল বর্ষণের কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনগত রাতে হালকা বৃষ্টি হলেও শুক্রবার (২৪ জুলাই) ভোর থেকে তা প্রবল হয়।
এদিকে, খেলা শুরুর বিষয়ে বিসিবি কমর্কর্তারা জানান, বৃষ্টি হচ্ছে। খেলা শুরুর বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি। বৃষ্টি থেমে গেলে দ্রুতই মাঠ খেলার উপযোগী করে তুলতে পারবো। বৃষ্টির বন্ধের ওপর খেলার ভাগ্য নির্ধারণ করছে।
তবে মাঠে পানি জমেছে বলে জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা।
পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশে মেঘ জমে আলো স্বল্পতা দেখা দিলে বিকেল ৪টা ২০ মিনিটে তৃতীয় দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত দেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা। সে সময় দিনের প্রায় ২৫ ওভার বাকি থাকে।
তৃতীয় দিনের তৃতীয় সেশনে নেমে ২১.১ ওভার ব্যাট করে অতিথিরা কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৬১ রান। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। ওপেনার ভ্যান জিল ৩৩ ও এলগার ২৭ রানে তৃতীয় দিন শেষ করেন।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
জেডএস
** ১৫০ রানের টার্গেট চায় টাইগাররা