ঢাকা: আসন্ন পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজটি অফিসিয়ালি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দু’দেশের ক্রিকেট বোর্ড। সিরিজটি ১৭ আগষ্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে হওয়ার কথা ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল থেকে ইএসপিএন ক্রিকইনফো জানানো হয়েছে, সিরিজটি সূচি অনুযায়ী হচ্ছে না। দুই বোর্ডই এ সিরিজটি অন্য কোনো সময়ে আয়োজনের দিকে তাকিয়ে আছে।
এর আগে পাকিস্তান আগষ্টে জিম্বাবুয়ের মাটিতে গিয়ে সিরিজ খেলার ব্যাপারে সম্মত হয়েছিল। ছয় বছর পর পাকিস্তানের মাটিতে জিম্বাবুয়ে সফর করলে পিসিবি ফিরতি একটি সিরিজের কথা দিয়েছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে পাকিস্তান এক ম্যাচ বাকি থাকতে ৩-১ ব্যবধানে জিতে ওয়ানডে ৠাংকিংয়ে নয় থেকে আট নম্বরে উঠে আসে। আর এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব দল শীর্ষ আটে থাকবে তারাই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।
এদিকে ধারণা করা হচ্ছে স্থগিত করা সিরিজটিতে পাকিস্তান যদি ২-১ ব্যবধানে হেরে যেত, তাহলে আবারো পিছিয়ে পড়ত। তাই ৠাংকিংয়ে কোন ধরণের প্রভাব না ফেলার জন্যই পিসিবির এমন সিদ্ধান্ত।
অন্যদিকে জিম্বাবুয়ে, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে একটি ত্রি-দেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করায় পিসিবি এখান থেকেও সরে আসার পরিকল্পনা করছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এমএমএস
** পাকিস্তানের আরও একটি ‘ষড়যন্ত্র’