চট্টগ্রাম: অভিষেক টেস্টে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম। তবে মুস্তাফিজ সম্পর্কে মূল্যায়নের সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা।
শনিবার (২৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক কাটার মাস্টার মুস্তাফিজের বিষয়ে একথা বলেন।
হাশিম আমলা বলেন, ‘এক টেস্ট খেলার পর মুস্তাফিজকে নিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। তবে টেস্ট ক্রিকেট কঠিন হলেও সে ভালো করেছে। সময়ের উপর অনেক কিছু নির্ভর করে। সময় বলে দিবে মুস্তাফিজ ভালো কিনা। ’
তবে টাইগার দলপতি মুশফিক বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আমরা খুব আশাবাদী। সে নিজেই বলেছে ওয়ানডের চেয়ে টেস্টে উইকেট পাওয়া অনেক কঠিন। কারণ টেস্টে ব্যাটসম্যানরা অনেক সময় পেয়ে থাকে। দেখে শুনে সতর্কতার সঙ্গে খেলে থাকে। টেস্টে উইকেটের যদি সহযোগিতা না থাকে তবে পেসারদের জন্য অনেক কষ্ট হয়ে উঠে। তবে সে খুব মেধাবী। প্রথম টেস্টে সে অনেক ভালো বল করেছে। ’
তিনি বলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজ খুব দ্রুত ভালো কিছু করবে। সে অনেক শিক্ষণীয় ছেলে। টেস্টে ভালো উইকেট পেতে হলে ভালো জায়গায় বল করতে হবে। বুদ্ধি কাজে লাগাতে হবে। ও যদি আরো কয়েকটি টেস্ট খেলে বা তার স্কিল ভালোভাবে কাজে লাগাতে পারে ওয়ানডের মতো টেস্টেও সে ভালো কিছু করতে পারবে। ওয়ানডের মতো টেস্টে প্রত্যেক ম্যাচে ৫ উইকেট পাবে না। তবে টেস্টে যদি প্রত্যেক ইনিংসে ভালো একটি এভারেজ থাকে তা অন্য বোলারদের জন্য অনেক সহায়ক হবে। ’
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২৫,২০১৫
বিপি/টিসি/এমএমএস