ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলার ও ব্যাটসম্যানদের উন্নতি করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
বোলার ও ব্যাটসম্যানদের উন্নতি করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ভারতের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে বোলাদের তুলোধুনো করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।   কিন্তু চট্টগ্রাম টেস্টে বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক।

সে সঙ্গে ব্যাটসম্যানদের উপরও। তবে বোলার ও ব্যাটসম্যানদের আরো উন্নতি করতে হবে বলে জানিয়েছেন মুশফিক।

শনিবার(২৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশের হয়ে ৪৭ টেস্ট খেলা মুশফিক।

তিনি বলেন, ‘বোলিং এ আরো কিছু উন্নত করার আছে। প্রথম ইনিংসে দ্রুত উইকেট নেওয়া প্রয়োজন ছিল। কারণ দ্রুত উইকেট তুলে নিলে বিপক্ষ দল অনেক চাপে পড়ে যায়। এছাড়া আমরা যারা ব্যাটিংয়ে সেট হয়ে আউট হয়ে যাচ্ছি তাদেরও ভালো কিছু করার দরকার আছে। বড় বড় দল গুলোর বিপক্ষে যখন খেলতে নামব তখন ব্যাটসম্যানদের ছোট ছোট স্কোরগুলো কাজে লাগে না।   সেক্ষেত্রে ব্যাটসম্যানদের বড় স্কোর খুব ফলপ্রসু হয়। ’

মুশফিক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে কম রানে অলআউট হয়ে গেছে। তারা যদি প্রথম ইনিংসে অনেক বেশি রান করত আমরা পিছিয়ে যেতাম।   এ ধরণের কিছু কিছু জায়গায় আমাদেরকে উন্নতি করতে হবে।   তবে ম্যাক্সিমাম জায়গা ভালো আছে।   আশা থাকবে সবাই ভালোটাই যেন প্রয়োগ করতে পারে। আর এটি হবে বড় চ্যালেঞ্জ। ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে প্ল্যান কি এমন প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, ‘সব টেস্টে টিমের সঙ্গে পরিকল্পনাটা একই থাকে।   উইকেটের যদি হেলপ না থাকে তবে বোলাররা ভালো করতে পারে না। পরিকল্পনা থাকে ভালো ব্যাটিং করে বিপক্ষ দলের উইকেট দ্রুত তুলে নেওয়া। আর আমরা যদি এটি করতে পারি তবে বিপক্ষ টিমকে চাপে রাখা যায়। ’

“গত ম্যাচে শহীদ, মুস্তাফিজ, জুবায়েররা উইকেট নিয়ে ব্যাটসম্যানদের সহযোগিতা করেছে। এ ম্যাচে বোলাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এজন্য প্রত্যেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা নিজেদের রোলটা ভালো মতো বুঝতে পেরেছে।   তাই ভালো এপ্লিকেশন করেছে। টেস্টে ভালো কিছু করতে হলে সমন্বয় থাকতে হবে।   এভাবে দ্রুত উইকেটগুলো তুলে নিতে হবে। ”

তিনি বলেন, ‘আমি মনেকরি বিষয়গুলো আমাদের বোলাররা আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ তারা এখনো অনভিজ্ঞ। তাদেরকে একটু সময় দিতে হবে। আমার বিশ্বাস আছে তাদের যে কেপাবিলিটি এবং স্কিল আছে তা ব্যবহার করে ভবিষ্যতে অনেক ভালো করবে তারা। ’

মুস্তাফিজের বিষয়ে মুশফিক বলেন, ‘একজন বাঁহাতি বোলার যেকোন দলকে সহযোগিতা করে। কারণ তার বোলিং এ ভিন্ন কিছু থাকে।   সে খুব ভালো ক্রিকেট খেলছে। সে ভালো ফর্মে আছে। দক্ষিণ আফ্রিকার নতুন ব্যাটসম্যান তাকে মোকাবেলা করতে হিমশিম খেয়েছে। সে যেন ফর্মটা ক্যারি করে।   এতে ব্যাটসম্যানদের জন্য কঠিন কিছু করতে পারবে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৫,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।