ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০১৬’র ফেব্রুয়ারিতে পিএসএল টি-২০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
২০১৬’র ফেব্রুয়ারিতে পিএসএল টি-২০ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রস্তাবিত পাকিস্তান সুপার লিগ(পিএসএল) টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। পাঁচটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টে ক্রিকেটাররা অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার কথাও জানায় পিসিবি।



এ আসরটিতে পাকিস্তনি ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে রাখা হবে। প্রথম থেকে তৃতীয় সারির ক্রিকেটারদের জন্য পে স্কেল হিসেবে থাকবে যথাক্রমে ১ লক্ষ, ৬০ হাজার ও ৪০ হাজার ইউএস ডলার।

এ ব্যাপারে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘এ আসরটিতে ‘এ’ ক্যাটাগরি ক্রিকেটাররা হবেন ওপরের সারির যেমন, শহীদ আফ্রিদি। এদের আইকন ক্রিকেটার হিসেবে ধরা হবে। তবে অবশ্যই তারা ম্যাচ খেলার ওপর পারিশ্রমিক পাবেন। ’

পিসিবি জানায় টি-২০ টুর্নামেন্টটি ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হবে। তবে প্রথমত এটির ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বলা হলেও আমরা কাতারের দোহায় টুর্নামেন্ট শুরু করবো।

পিসিবি আরো জানায় এ আসরটিতে পাকিস্তানি জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও অনুর্ধ্ব-১৯ ও প্রত্যেকটি দলে চার থেকে পাঁচজন বিদেশি ক্রিকেটার অর্ন্তভুক্ত করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।