জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ নামের এক তরুণ দাবি করেছেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুরে নিয়ে কিল-ঘুষি মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন।
থানা সূত্র জানায়, সনি সিনেমা হলের সামনে রোববার রাতে এই ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘মারধরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করছি। ’
তবে তাসকিন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় জাতীয় দলের এই পেসার বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি বাসা বদলের কাজে ব্যস্ত ছিলাম। কাউকে মারিনি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে বিব্রত করতে এই জিডি করা হয়েছে। ’
তাসকিন আরও দাবি করেন, ‘আমার বন্ধু রসি নামে একজনকে ওরা (সৌরভরা) মারধর করেছে। আমি শুধু মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করে জানিয়েছিলাম। পুলিশ গিয়েও ওদের খুঁজেছে। এরপর ওরা উল্টো আমার নামে জিডি করেছে। ’
এই ঘটনার পেছনের সম্পর্ক ও পারিপার্শ্বিকতা ব্যাখ্যা করে তাসকিন বলেন, “ওর খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। আমার বাবা কিছুই জানতেন না। পরে শুনে বলেছে, ‘ওরা তো ছোটবেলার বন্ধু, এসব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। ’ আসলে আমি ওদের সঙ্গে গত কয়েক মাস ধরে মিশি না, তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। ”
ঘটনার গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি খতিয়ে দেখছে। বিসিবির পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে এই খবর দেখে বিসিবির কর্তাব্যক্তিরা বিষয়টি খেয়াল করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এটি যদি সত্যি হয়, তাহলে তা খুবই দুঃখজনক। ’
তিনি আরও যোগ করেন, ‘একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো উচিত না। এখনই বেশি কিছু বলতে চাই না, আগে সত্যতা নিশ্চিত হোক। ’
তাসকিন সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলে খেলেছেন। যদিও সাম্প্রতিক সময়ে গোড়ালির চোটে মাঠের বাইরে ছিলেন এবং চিকিৎসার জন্য ইংল্যান্ডেও গিয়েছিলেন।
এমএইচএম