ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউই-প্রোটিয়া টি-টোয়েন্টি সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
কিউই-প্রোটিয়া টি-টোয়েন্টি সিরিজে সমতা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। সমতায় সিরিজ শেষ করতে কিউইরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৩২ রানে।

ফলে, দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ শেষ করল প্রোটিয়া-কিউইরা।

কিউইদের ছুঁড়ে দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৪৫ রানে থেমে যেতে হয় প্রোটিয়াদের।

সেঞ্চুরিয়নে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ওভার শেষে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে। মাত্র ৩৫ বলে ৬টি চার আর তিনটি ছয়ে গাপটিল খেলেন ৬০ রানের ইনিংস।

এছাড়া আরেক ওপেনার কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৫ রান (১৭ বলে)। গ্রান্ট ইলিয়ট এলবির ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে করেন ২০ রান। আর ১৯ বলে ২৮ রান করে রাবাদার বলে বোল্ড হন জিমি নিশাম। শেষ দিকে ৭ বলে তিন চার আর এক ছয়ে ১৮ রান করেন কলিন মুনরো।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ৪ ওভার বল করে ৩০ রান খরচ করা কেগিসো রাবাদা।

১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে দ. আফ্রিকা ১৪৫ রান তোলে। ৮ উইকেট হারিয়ে তারা এ সংগ্রহ করে।

ওপেনার হাশিম আমলার ব্যাট থেকে আসে ১৪ রান। ডি ভিলিয়ার্স করেন ১৫ রান। সর্বোচ্চ ৩৬ রান আসে পাঁচ নম্বরে নামা বেহারদিয়েনের ব্যাট থেকে। ২৬ রান করেন রিলে রুশো। আর ২০ বলে ২৯ রান করেন ডেভিড মিলার।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।