ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কক্সবাজারে হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
কক্সবাজারে হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি মাহবুব আনাম / ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কক্সবাজার থেকে উঠে এসেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুমিনুল হক। কক্সবাজারে ক্রিকেট অবকাঠামো গড়ে তোলা গেলে সেখান থেকে আরও ক্রিকেটার বেরিয়ে আসবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুব আনাম।



সে লক্ষ্যেই কক্সবাজারে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি নির্মাণের কাজ হাতে নেবে বিসিবি-এমনটাই জানিয়েছেন মাহবুব আনাম।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সংবর্ধনা দেয় কক্সবাজারের ক্লাব মিশুক ওয়ারিয়র্স। অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আনাম। এ সময় তিনি বলেন, ‘কক্সবাজার থেকে মুমিনুল উঠে এসেছে। আমি মনে করি সাগরপাড়ে ক্রিকেট অবকাঠামো গড়ে তোলা গেলে আরও ক্রিকেটার বের হয়ে আসবে। সে লক্ষ্যে কক্সবাজারে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। ইতোমধ্যে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্থাপিত হয়েছে। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই আন্তর্জাতিক মর্যাদা পাবে স্টেডিয়ামটি। ’

এ সময় তিনি যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করে বলেন, ‘মিরাজ-শান্তদের নিয়ে গড়া দলটির এবার ভালো করার সম্ভাবনা রয়েছে। আমি আশা করি, তারা খুব ভালো করবে। বিশ্বকাপ ও যুব বিশ্বকাপ একই ফরম্যাটের। প্রথম রাউন্ডে কয়েকটি ম্যাচ পেলেও পরের রাউন্ড থেকে নকআউট, এটা মাথায় রাখতে হবে। ’

২০০৬ যুব বিশ্বকাপের উদাহরণ টেনে মাহবুব আনাম বলেন, ‘সেবার দলে সাকিব-মুশফিকের মতো ক্রিকেটার ছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম ভালো করার ব্যাপারে। নকআউট পর্বে এসে আমরা হেরে যাই। অথচ বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডকে আমরা টানা সাতটি ম্যাচে হারিয়েছিলাম। এ জন্যই দ্বিপাক্ষিক সিরিজ খেলা আর বিশ্বকাপ খেলা এক বিষয় নয়। এটা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।