ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতেও বিপাকে শ্রীনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ভারতেও বিপাকে শ্রীনি সংগৃহীত

ঢাকা: নিজ দেশ ভারতেই বিপাকে পড়েছেন আইসিসি’র বর্তমান বিতর্কিত চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন। ২০১৩ সালের আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সাবেক বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।



ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শ্রীনি বোর্ডের ওয়ার্কিং কমিটিতে যোগ দিতে পারেন কি না তা জানতেই আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ডালমিয়া আরও জানান, আগামী দু-তিন দিনের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছি।

গত মঙ্গলবার কলকাতায় বোর্ডের ওয়ার্কিং কমিটিতে শ্রীনি যোগ দিলে ডালমিয়া কড়া সমালোচনা করে মিটিং পণ্ড করে দেন। এবার তার নেতৃত্বেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

শ্রীনির ফ্র্যাঞ্চাইজি ও জামাই গুরুনাথ মায়াপ্পনের বিরুদ্ধে আইপিএলের স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বোর্ড প্রেসিডেন্টের পদ ছাড়েন শ্রীনি। তার বিরুদ্ধে লোধা কমিশনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বোর্ডের কোনও কাজে অথবা ক্রিকেটীয় কোনো কর্মসূচিতে যুক্ত থাকতে পারবেন না শ্রীনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।