ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ট্যাক্সি চালান পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
ট্যাক্সি চালান পাকিস্তানি ক্রিকেটার ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ১৯৯৭-৯৮ সালে অভিষেক হয়েছিল অফস্পিনার আরশাদ খানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর তিনি ২০০৬ সাল পর্যন্ত ৯টি টেস্ট ও ৫৮টি ওডিআই ম্যাচ খেলেন।

তবে এর মধ্যে পাকিস্তান ক্রিকেটে ব্যাপক পরিবর্তন আসে এবং গত এক দশকে দেশটিতেও নানা অস্থিরতা দেখা দেয়। তারই ফলশ্রুতিতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আরশাদ খান বর্তমানে সিডনিতে ট্যাক্সি চালাচ্ছেন।

সোমবার (৩১ আগস্ট) সামাজিক গণমাধ্যমে গনেশ বিরলি নামে এক ভারতীয় এমন অদ্ভুত খবর প্রকাশ করেন।

বিরলি জানান, ‘আমি যেই ক্যাবে চড়ি আরশাদ সেটির চালক ছিলেন। পরে আমরা আলাপ করি। জানতে পারি তিনি একজন পাকিস্তানি, তবে সিডনিতে বসবাস করেন। আরো বলেন, তিনি আইসিএলে লাহোর বাদশার হয়ে ভারতের হায়দ্রাবাদে খেলতে গিয়েছিলেন। পরে আমি তার পুরো নাম শুনে হতভম্ব হয়ে যাই। ’

বিরলি আরো জানান, ‘আরশাদ অবশ্য এসব ব্যাপার এড়িয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু তিনি নিজেকে পাকিস্তানি বলে দাবী করেন। আর সিডনিতে অনেক দিন ধরে রয়েছেন বলে জানান তিনি। ’

আরশাদের ক্যারিয়ারে সবচেয়ে সফলতম বছর ছিল ২০০৫ সাল। সেবার ভারত সফরে কোচির ওয়ানডে ম্যাচে তিনি ৩৩ রানের বিনিময়ে চারটি উইকেট পেয়েছিলেন। যেখানে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের উইকেটটিও তিনি দখল করেন।

এর আগে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ইউইন চ্যাটফিল্ডও ওয়েলিংটনে ট্যাক্সি চালান বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।