ঢাকা: চলতি বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে বড় কোন পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হয়নি। তাই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে খেলছে।
এর আগে চলতি বছরের এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করে পাকিস্তান। যেখানে দলটি টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলেছিল। ওয়ানডে ও টি-২০’র সবগুলো ম্যাচ পাকিস্তান হারলেও টেস্ট সিরিজে ১-০তে জয় লাভ করে।
পাকিস্তানের পর টাইগাররা ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজে জয় পায়। আর ওয়ানডে র্যাংকিংয়ে নিজেদের সপ্তম অবস্থান নিশ্চিত করে। অন্যদিকে পাকিস্তানের বর্তমান র্যাংকিং অষ্টম।
এরই ধারাবাহিকতায় পিসিবি দ্বিপক্ষীয় এই সিরিজটি আয়োজনের চেষ্টা করছে। তবে এই সিরিজ এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর।
এদিকে ২৫ নভেম্বর থেকে পায় এক মাস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি ঘোষণা করেছে বিসিবি। ফলে, পাকিস্তানের প্রস্তাবিত সিরিজটি একই সময়ে হওয়ায় অনিশ্চয়তা দেখা দিতে পারে।
এ ব্যাপারে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা পিসিবি থেকে এমন একটি প্রস্তাব পেয়েছি। তবে একই সময়ে বিপিএল অনুষ্ঠিত হওয়ায় এই প্রস্তাবটি গ্রহণ করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস