ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিবন্ধীদের জন্য আলাদা বিভাগ করবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
প্রতিবন্ধীদের জন্য আলাদা বিভাগ করবে বিসিবি ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রতিবন্ধী ক্রিকেটাররা খেলে থাকেন সেখানকার ক্রিকেট বোর্ডের অধীনে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডসহ (ইসিবি) বেশ কয়েকটি বোর্ড তাদের অধীনেই পরিচালনা করে প্রতিবন্ধী ক্রিকেট।

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রতিবন্ধী ক্রিকেটারদের নিজেদের অধীনে আনতে যাচ্ছে। এ জন্য ‘প্রতিবন্ধী ক্রিকেট’ নামে আলাদা একটা বিভাগ যোগ করবে বিসিবি।

বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে এমন ইচ্ছার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেন, ‘বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিবন্ধী ক্রিকেট দলের সাথে জড়িত। কেউ অন্ধ ক্রিকেটারদের সঙ্গে...। প্রতিবন্ধীদের মধ্যেও আবার দল আছে। কিন্তু মূলত খেলোয়াড় প্রায় একই (সব গ্রুপের দলে প্রায় একই খেলোয়াড়রা খেলছেন)। আমরা চিন্তা করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবন্ধীদের জন্য আলাদা বিভাগ চালু করবে। ’

নাজমুল হাসান আরও বলেন, ‘এই বিভাগের অধীনে বাংলাদেশের যত প্রতিবন্ধী ক্রিকেট প্রতিভা আছে তাদেরকে খুঁজে বের করা হবে। যতটা সম্ভব তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে। ’

বাংলাদেশে আয়োজিত আইসিআরসি শারিরীকি প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল গঠনের উদাহরণ টেনে বলেন, ‘এবার এই টুর্নামেন্টে বাংলাদেশ দল বিসিবির অধীনেই গঠিত হয়েছে। বিসিবির কোচরা ট্যালেন্ট হান্ট করেছে, ক্রিকেটার নির্বাচন করেছে। আমরা চাচ্ছি শারিরীক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধীদের একটি উইন্ডোর মাধ্যমে একত্রিত করতে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।