ঢাকা: ২০১৩ সালের স্পট ফিক্সিং মামলায় বেকসুর খালাস পেলেও আবারো ঝামেলায় পড়ছেন শ্রীশান্ত, অজিত চন্ডিলা, অঙ্কিত চৌহানরা। এবার দিল্লি হাই কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল।
গত ২৫ জুলাই উপযুক্ত প্রমাণাদি না থাকায় স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে চার্জশিটে থাকা অভিযুক্ত শ্রীশান্তসহ ৪২ জনকে বেকসুর খালাসের রায় প্রদান করে বিচার আদালত।
বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিচার বিভাগের রায়কে চ্যালেঞ্জ জানায় দিল্লি পুলিশ। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, বিচার বিভাগ প্রমাণাদিগুলো সঠিকভাবে পর্যালোচনা করেনি। স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের এভাবে খালাস দেওয়া মোটেও ঠিক হয়নি।
বিচার বিভাগ থেকে মুক্তি মিললেও পুলিশের করা আপিলের শুনানি শেষে শ্রীশান্তদের ভাগ্য নির্ধারিত হবে। অন্যদিকে, বিসিসিআই থেকে শ্রীশান্ত ও চৌহানের ওপর আজীবন নিষেধাজ্ঞা অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএম