ঢাকা: ২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুযোগ পাচ্ছে আইসিসি’র সহযোগি একটি দেশ। তবে চলতি বছরের নভেম্বরে চার দলের বাইছ পর্বের সেরা দলটি এ আসরে খেলতে পারবে।
এর আগে ২০১৪ সালের এশিয়া কাপে আফগানিস্তান অংশগ্রহন করেছিল। সেবার ৫০ ওভারের সেই আসরে দলটি দারুণ পারফরম্যান্সও করেছিল। আর ২০১৬ এশিয়া কাপেও পাঁচ দল অংশগ্রহন করবে। আসরটি ২০১৬ সালে মার্চের ১ থেকে ১০ তারিখের মধ্যে সম্পন্ন হবে। যা টি-২০ বিশ্বকাপের অল্প কিছু দিন আগে।
এশিয়া কাপে পঞ্চম দল নিশ্চিত করতে বাছাই পর্বটি নভেম্বরে অনুষ্ঠিত হবে। তবে এ ব্যাপারে এখনও নির্দিষ্ট কোন সময় জানা যায়নি। এশিয়া কাপের অন্য চারটি দল হলো, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস