ঢাকা: নারী ক্রিকেট দলের সফরকে সামনে রেখে বাংলাদেশের চার সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল শনিবার (০৫ সেপ্টেম্বর) পাকিস্তান পৌঁছেছে। এই দলে বাংলাদেশ সরকারের তিনজন কর্মকর্তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর হোসেইন ইমাম।
করাচিতে দুই দিন থাকার পর লাহোরে আরও দুই দিন পরিদর্শন করে ১০ সেপ্টেম্বর দেশে ফিরবে পর্যবেক্ষক দলটি। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখে পর্যবেক্ষক দলটি সন্তুষ্ট হলে এ মাসের শেষ দিকে নারী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাবে বিসিবি।
শনিবার রাতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘চার সদস্যের পরিদর্শক দল পাকিস্তানে গেছে। তারা ফিরবেন ১০ সেপ্টেম্বর। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্টু হলেই পরে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ’
পর্যবেক্ষক দলটির প্রতিবেদন ইতিবাচক হলে পাকিস্তান নারী দলের সঙ্গে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সালমাবাহিনী।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এসকে/আরএম