ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে ওয়াটসনের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
টেস্ট ক্রিকেটে ওয়াটসনের অবসর ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। ইনজুরি আর লংগার ভার্সনে ফর্মহীনতার কারণেই সাদা পোশাকে ওয়াটসনকে আর দেখা যাবে না।

রোববার (০৬ সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে। এছাড়াও অজিদের অফিসিয়াল ওয়েবসাইটে টেস্টে ওয়াটসনের অবসরের খবর প্রকাশিত হয়।

শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান পায়ের ইনজুরিতে ভোগেন ওয়াটসন। সিরিজের বাকি তিন ম্যাচে তার মাঠে নামা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমন অবস্থায় টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার।

অবসরের ঘোষণা দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের ওয়াটসন বলেন, ‘আমি জানি, টেস্ট ক্রিকেট ছাড়ার এটাই উপযুক্ত সময়। গত মাস থেকেই এ বিষয়ে চিন্তা করে আসছি। আশা করছি, ক্রিকেটের শর্টার ফরমেট ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যেতে পারব। ’

অজিদের হয়ে ৫৯ টেস্টে ৩৫.১৯ গড়ে ৩,৭৩১ রান করেছেন ওয়াটসন। ২৪টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে চারটি সেঞ্চুরি। ‍আর বোলিংয়ে ৩৩.৬৮ গড় ও ২.৭৫ ইকোনমি রেটে নিয়েছেন ৭৫টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।