ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

নতুন সংসারে ম্যাকগ্রার তৃতীয় সন্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, সেপ্টেম্বর ৬, ২০১৫
নতুন সংসারে ম্যাকগ্রার তৃতীয় সন্তান ছবি: সংগৃহীত

ঢাকা: তৃতীয় সন্তানের বাবা হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দেন ম্যাকগ্রার দ্বিতীয় স্ত্রী সারা লিওনার্দি।

২০১০ সালে সারাকে বিয়ের পর এটিই তাদের প্রথম সন্তান। মেয়ে শিশুটির নাম ম্যাডিসন ম্যারি হারপার ম্যাকগ্রা।

অস্ট্রেলিয়ান ওমেন্স উইকলি ম্যাগাজিনের বরাত বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

উক্ত ম্যাগাজিনকে উদ্ধৃত করে ম্যাকগ্রা বলেন, ‘পরিবারে নতুন সদস্য যুক্ত করতে পারায় সারা ও আমি খুবই উচ্ছ্বসিত। অামাদের পাঁচ বছরের দাম্পত্য জীবনে এটিই প্রথম সন্তান। ম্যাডিসনের আগমনে আমার বাকি দুই সন্তানও বেশ খুশি। ’

এর আগে ২০০৮ সালে ম্যাকগ্রার প্রথম স্ত্রী জেন লুইস স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ম্যাকগ্রা-জেন দম্পতির একটি ছেলে (জেমস) ও একটি মেয়ে (হোলি) সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।