ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় ইংলিশরা।

ফলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা।   ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি।

পাকিস্তানের সমান চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট অর্জন করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে ইংল্যান্ড।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। কালাম ফ্লাইন সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া  অ্যালেক্স হাম্মাদ ৩৪ ও অধিনায়ক ইয়ান নাইরন ২০ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।

আফগান বোলার আশরাফ দুটি উইকেট লাভ করেন।

১৫২ রানের বড় লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।

দিনের অপর ম্যাচে ভারতের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। বিকেএসপি’র তিন নম্বর মাঠে  ভারতকে সাত উইকেটে উড়িয়ে দেয় আলম খানের দল। ফাইনালে উঠতে না পারলেও চার ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দুই দল ভারত ও আফগানিস্তান চার ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট করে অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।