ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

ছয় দল নিয়ে বিপিএলের তৃতীয় আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, সেপ্টেম্বর ৮, ২০১৫
ছয় দল নিয়ে বিপিএলের তৃতীয় আসর

ঢাকা: ছয়টি দল নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।



তবে একটি ফ্র্যাঞ্চাইজির নাম এখনো চূড়ান্ত হয়নি। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ। বরিশাল বার্নার্সের মালাকানায় এক্সিওম গ্রুপ ও চট্টগ্রাম কিংসের মালিকানায় ডিবিএল গ্রুপ।

সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্স নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করায় এ দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন করা হয়নি।

আগামী ২৫ নভেম্বর বিপিএলের তৃতীয় আসরের পর্দা উঠবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।