ঢাকা: হঠাৎ করেই বাংলাদেশ ‘এ’ দলকে ভারত সফরের ডাক। ভারত সফরের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের প্রায় সকল ক্রিকেটারই ছিলেন অনুশীলন ক্যাম্পে।
বাংলাদেশ ‘এ’ দল শক্তিশালী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের আশা করছেন দলের সহ-অধিনায়ক নাসির হোসেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) মিরপুরে নাসির সাংবাদিকদের বলেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে আশা করছি। আমাদের দলটা খুব ম্যাচিউরড। দলের ১৪জন ক্রিকেটারেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া ভারত ‘এ’ দলও শক্তিশালী হবে। সিরিজটা ভালোই হবে আমাদের জন্য। ’
ভারত সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ ভারতের ‘এ’ দল। অপর তিনদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।
সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য ভারতের ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। তিনদিনের ম্যাচে ভারতের ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। আর ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন উন্মুক্ত চাঁদ। এছাড়া দলটিতে মানিশ পান্ডে, সুরেশ রায়না, ধাওয়ান কুলকার্নির মতো ক্রিকেটাররা আছেন।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসকে/এমএমএস