ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে প্রোটিয়া দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ভারতের বিপক্ষে প্রোটিয়া দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট দলে অধিনায়কত্ব করবেন হাশিম আমলা আর ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স।

এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ফাফ ডু প্লেসিসের অধিনায়কত্বে খেলবে প্রোটিয়ারা।

অক্টোবর-নভেম্বরে ভারত সফরের এই সিরিজে টেস্ট দলে নেওয়া হয়েছে ডেন পিডিটকে। অফস্পিনার ডেন ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন। এছাড়া অন্য স্পিনার ইমরান তাহির ও সিমন হারমারকেও সাদা পোশাকের ক্রিকেটে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে বাজে পারর্ফম করা উইকেটরক্ষ-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে প্রোটিয়া টেস্ট দল থেকে বাদ রাখা হয়েছে। তার পরিবর্তে টেস্টে নেওয়া হয়েছে ডেন ভিলাসকে। আসন্ন সিরিজে ভিলাসের অভিষেক হতে পারে। তবে ওয়ানডে ও টি-২০তে ডি ককই উইকেটরক্ষক হিসেবে থাকবেন।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, তেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, সাইমন হারমার, ইমরান তাহির, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ডেন পিডিট, কাগিয়াসো রাবাদা, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জায়েল ও ডেন ভিলাস।

ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মর্নে মরকেল, ক্রিস মরিস, অ্যারন ফাঙ্গিসো, কাগিয়াগো রাবাদা, রিলে রসো ও ডেল স্টেইন।

টি-২০ স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি ল্যাঙ্গে, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, এডি লি, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাগিয়াসো রাবাদা, ডেভিড উইসিস ও খায়া জোন্ডো।

দ.আফ্রিকা ভারতের মাটিতে তিনটি টি-২০, পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।