ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাময়িক বরখাস্ত করা হলো শাহাদাতকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সাময়িক বরখাস্ত করা হলো শাহাদাতকে শাহাদাত হোসেন রাজিব / ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন রাজিবের বাসায় শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সাময়িক বরখাস্ত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরি সুজন।



সাংবাদিকদের তিনি জানান, শাহাদাতের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার তদন্ত চলছে। তদন্তের কোনো সুরাহা না হওয়া পর্যন্ত শাহাদাত ক্রিকেটীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

সুজন আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কার্যক্রম থেকে শাহাদাতকে আপাতত বরখাস্ত করা হয়েছে। বোর্ডের সকল সুযোগ-সুবিধা বন্ধ রাখা হবে। একাডেমিক অনুশীলন কিংবা জাতীয় লিগেও খেলতে পারবেন না শাহাদাত।

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় শাহাদাতকে কোনো ছাড় দেওয়া হবেনা। বিসিবি সভাপতি আরও বলেছিলেন, শাহাদাত হোসেনের ব্যাপারে বিসিবি’র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমার সঙ্গে সে দেখা করতে এসেছিল, আমি দেখা করিনি। আমার বা বিসিবি’র কিছুই করার নেই, এটা সম্পূর্ণ আইনের বিষয়।

মাহফুজা আক্তার হ্যাপি (১১) নামে শাহাদাতের বাসায় কাজ করা ওই শিশু গৃহকর্মীকে গত ০৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।