ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচকে ছাড়াই ভারত গেল মুমিনুলরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
কোচকে ছাড়াই ভারত গেল মুমিনুলরা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের হেড কোচ হিথ স্ট্রিককে ছাড়াই ভারত গেল মুমিনুল-নাসিররা। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি কোচ হিথ স্ট্রিক ও ফিজিও ব্রেট হ্যারেপ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।

দলের কোচ ও ফিজিও আজ-কালকের মধ্যেই ভিসা পেয়ে যাবেন বলে আশা প্রকাশ করছেন বিসিবির কর্মকর্তারা। তবে তারা ভিসা না পাওয়ার যথাযথ কারণ উল্ল্যেখ করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘কি কারণে ভিসা হয়নি এটা তো ইন্ডিয়ান অ্যাম্বাসি বলতে পারবে। আমরা তো সবার কাগজ একই সাথে জমা দিয়েছি। ’

বিসিবি থেকে ২১ জনের জন্য ভারতের ভিসার আবেদন করা হয়েছিল। ভিসা হয়েছে ১৯ জনের। ভিসা পাননি কোচ ও ফিজিও। তবে খুব দ্রুতই তাদের ভিসা হয়ে যাবে বলে আশা করছে বিসিবি কর্মকর্তারা। মঙ্গলবারের মধ্যে ভিসা না হলে কোচ-ফিজিও ছাড়াই প্রথম ওয়ানডে খেলতে হতে পারে মুমিনুলদের।

বুধবার (১৬ সেপেটম্বর) সকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে মুমিনুলরা।
 
সফরে তিনটি ওয়ানডে ও দুইটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ ও ভারতের মাটিতে ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিতব্য  টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সফরকে দেখছে বিসিবি। ফলে শক্তিশালী ‘এ’ দল গঠন করা হয়েছে। ১৫ সদস্যের দলের ১০ জনই টেস্ট খেলেছেন জাতীয় দলের হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকার সম্ভাবনা রয়েছে এমন বেশ কিছু ক্রিকেটারকে রাখা হয়েছে দলে। নতুনদের মধ্যে আছেন কেবল বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।
 
বাংলাদেশ ‘এ’ দল:
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।