ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ হলো জেলা ও বিভাগীয় কোচদের কর্মশালা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
শেষ হলো জেলা ও বিভাগীয় কোচদের কর্মশালা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় জেলা ও বিভাগীয় কোচদের নিয়ে তিন দিনের কর্মশালা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শেষ হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ের ৩৫ জন কোচ কর্মশালায় অংশ নেন।



মিরপুরের একাডেমিতে কর্মশালা শুরু হয় গত রোববার (১৩ সেপ্টেম্বর)। আবাসিক এ কর্মশালায় গত তিন দিনে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি একাডেমি মাঠে ব্যবহারিক সেশনে অংশ নেন জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচরা।

জাতীয় পর্যায়ের এ সকল কোচদের কোচিং টেকনিক উন্নত করতেই নিয়মিত কার্যক্রম হিসেবে কর্মশালাটি পরিচালনা করে বিসিবি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।