ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্ষমা চাইলেন বাট, আফ্রিদি নিরুত্তর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ক্ষমা চাইলেন বাট, আফ্রিদি নিরুত্তর ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যাচ পাতানোর কথা স্বীকার করার পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমান বাট। এটি বেশ পুরোনো খবর হলেও, নতুন খবর হলো সালমান বাট এবারে ক্ষমা চেয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির কাছে।



সালমান বাট স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন ক্রিকেট থেকে, ইংল্যান্ডে জেলও খেটেছেন সাত মাস। কিন্তু নিজমুখে কখনোই অপরাধ স্বীকার করেননি তিনি। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া হুমকিতে তিনি নিজের অপরাধ স্বীকার করে নেন। ফলে, স্পট ফিক্সিং এর দায়ে নিষিদ্ধ থাকা সালমান বাটের নিষেধাজ্ঞা ফুরিয়ে যায়।

পিসিবি’র দেওয়া নির্দেশ মতো পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনরত আফ্রিদির সাথে দেখা করে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বাট। সেখানে উপস্থিত ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটার।

একজন প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, বাট অশ্রুসিক্ত চোখে আফ্রিদির সামনে যান এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ সময় তিনি আরও বলেন, ইংল্যান্ডের সে ঘটনার আগে আফ্রিদির সব ধরনের উপদেশ মেনে কাজ করা উচিত ছিল।

প্রত্যক্ষদর্শী আরও জানান, বাট আফ্রিদিকে বারবার ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। পাকিস্তান টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক আফ্রিদি এ সময় চুপ করে ছিলেন। পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে যাচ্ছে দেখে আফ্রিদি শেষে বাটকে বলেন ‘তার ক্রিকেটের দিকেই মনযোগ দেওয়া উচিত’।

এর আগে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন মোহাম্মদ আমির। নতুন করে আবারো শুরু করতে যাওয়া আমির পিসিবি’র নির্দেশ মতো জাতির কাছে ক্ষমা চান।

উল্লেখ্য, ২০১০ সালে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেষ্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃত ‘নো বল’ করে ধরা পড়লে আইসিসি ২০১১ সালে সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দলের অপর দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।