ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র ম্যাচ রেফারির ভূমিকায় রিচার্ডসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আইসিসি’র ম্যাচ রেফারির ভূমিকায় রিচার্ডসন ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ম্যাচ রেফারি হতে যাচ্ছেন রিচি রিচার্ডসন। সম্প্রতি রোশন মহানামা অবসরের ঘোষণা দেওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন ওয়েস্ট ইন্ডিজের ‍সাবেক অধিনায়ক।



তবে এখনই নতুন পদে নিযুক্ত হচ্ছেন না রিচার্ডসন। আগামী বছরের শুরুতেই তাকে ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যাবে। বর্তমানে তিনি ক্যারিবীয় দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। এ বছরের শেষে যার মেয়াদ শেষ হবে।

২০০৭ সালে ক্লাইভ লয়েডের অবসরের পর দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে ম্যাচ রেফারি হবেন রিচার্ডসন। এর আগে ক্যারিবীয়দের হয়ে জ্যাকি হেন্ডরিক্স, ক্যামি স্মিথ, এভারটন উইকিস ও ক্লাইড ওয়ালকট এ পদে ছিলেন।

এক সাক্ষাৎকারে রিচার্ডসন বলেন, ‘ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকতে পারব ভেবে খুবই সম্মানিত বোধ করছি। ক্রিকেটার থেকে প্রশাসক। আশা করছি, এবার ম্যাচ অফিসিয়াল হিসেবেও অবদান রাখতে পারব। ’

গত সপ্তাহে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার মহানামা ম্যাচ রেফারির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। চলতি বছর শেষে এর বাস্তবায়ন ঘটবে। পরিবারকে অধিক সময় দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত তিনি ৫৮টি টেস্ট, ২২২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।