ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

নড়াইলে ঈদের নামাজ আদায় করবেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, সেপ্টেম্বর ২৪, ২০১৫
নড়াইলে ঈদের নামাজ আদায় করবেন মাশরাফি মাশরাফি বিন মর্তুজা

নড়াইল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করবেন।
  
ঈদের দিন (২৫ সেপ্টেম্বর) নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় তিনি ঈদের নামাজ আদায় করবেন।



পরে কোরবানি শেষে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
 
মাশরাফির বাবা গোলাম মর্তুজা বাংলানিউজকে বলেন, ঈদ উদযাপনে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতেই নড়াইলে এসে পৌঁছায় মাশরাফি।

এদিকে, ঈদে মাশরাফিকে কাছে পেয়ে বন্ধু ও ভক্তরা বেশ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।