ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে থাকছে পাকিস্তানের নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
বাংলাদেশের বিপক্ষে থাকছে পাকিস্তানের নতুন মুখ ছবি : সংগৃহীত

ঢাকা: অনেক জল ঘোলা করে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। আসন্ন সফরের আগে সালমা বাহিনীকে মোকাবেলা করতে এখনও প্রস্তুত নয় পাকিস্তানের নারী দল।

নতুন অধিনায়ক সানা মিরকে অনেকটা অনভিজ্ঞ ও নতুন মুখ নিয়ে বাংলাদেশ দলকে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন দলটির কোচ আদনান জামাল।

প্রথম শ্রেণির ম্যাচ খেলা পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমান নারী দলের কোচ আদনান বলেন, শীর্ষ পর্যায়ে পারফর্ম করা ক্রিকেটারদেরই এবারে স্কোয়াডে রাখা হবে। আর তাতে আসন্ন সফরে দলে অনেক নতুন মুখ দেখা যাবে। আর এ সিরিজটিই হবে পাকিস্তানের নারী ক্রিকেট দলের নতুন মুখগুলোর পরিচয় করিয়ে দেওয়ার সঠিক সময়।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্কোয়াড ঘোষণার জন্য ফররুখ জামানকে এক সদস্যের কমিটি বানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে আদনান বলেন, একজনকে কমিটির সব দায়িত্ব দেওয়াটা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। আমি বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে আলোচনা করেছি। তাকে অনুরোধ করেছি নারী ক্রিকেটের নির্বাচক কমিটিতে অন্তত তিনজন রাখা হোক। তাতে ভালো মানের ক্রিকেটার বেরিয়ে আসবে।

নিজের ছাত্রীদের আর দল প্রসঙ্গে আদনান বলেন, সানা মিরকে অধিনায়ক করায় দলটির উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে, সম্প্রতি দলের পারফর্মে কিছুটা ভাটা পড়েছে। এর কারণ হতে পারে অভিজ্ঞদের সানা মির সঠিকভাবে মাঠে ব্যবহার করতে পারছে না। আসমাভিয়া ইকবাল আর বিসমাহ মারুফের সাম্প্রতিক পারফর্ম দেখে ক্লান্ত মনে হচ্ছে।

কোচ আরও যোগ করেন, সানা মির দলের ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিদা দারের মতো মেধাবী অফস্পিনার নিজেকে খুঁজে পাচ্ছেনা। আরও অনেক ক্রিকেটার রয়েছে যারা ইতোমধ্যেই সাইডলাইনে চলে গিয়েছে। তবে, বাংলাদেশের বিপক্ষে নতুন মুখগুলোর অনেক ভালো করার সুযোগ থাকবে এই সিরিজে।

আগামী ২৭ কিংবা ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এর আগে গত বছর ইনচনে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।